টাঙ্গাইলে নাশকতার বিরুদ্ধে আ.লীগের অবস্থান কর্মসূচি
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে এবং দুপুর ১২টার দিকে শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ কর্মসূচি পালন করেন তারা।
সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নেতৃত্বে নাশকতার বিরুদ্ধে টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল হয়। পরে শহীদ স্মৃতি পৌরউদ্যানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
সেখানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ।
কাওছার/মাসুদ