ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল 

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১ আগস্ট ২০২৪  
সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল 

গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে

টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। 

গাবুরার বাসিন্দা হামিদ, মফিজ মাঝিসহ কয়েকজন জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪নং ওয়ার্ডের ৩নং গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন:

গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ইমাম হোসেন জানান, বুধবার (৩১ জুলাই) দুপুরে বাঁধে অল্প ফাটল দেখা দেয়। আজ সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার হয়েছে। এখনই সংস্কারের উদ্যোগ না নিলে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।   

শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের ১৫নং পোল্ডারে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন বলেন, জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজই কাজ শুরু হয়েছে।  

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ইনর্চাজ জুলফিকার আলী রিপন আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ২/৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়