সাতক্ষীরায় বাঁধে ভাঙন, শতাধিক ঘের প্লাবিত
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আশাশুনি উপজেলার সুবেদখালী এলাকায় কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে গেছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের সুবেদখালী এলাকায় কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত চারশতাধিক বিঘা মৎস্য ঘের। যার ফলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।
দুইদিনেও ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করা সম্ভাব হয়নি। ভাঙনের ফলে দরগাহপুর ও রামনগর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার (২৮ মে) বিকেলে এ জোয়ারের পানির প্রবল চাপে বন্ধ থাকা সুবিদখালী স্লুইজ গেটের পাশে কপোতাক্ষ নদীর প্রায় ২০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে গ্রাম রক্ষার মূল বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। পানিতে দরগাহপুর ও রামনগর গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যায়। ভেসে যায় ছোট-বড় শতাধিক মাছের ঘের। দ্রুত এই বাঁধ সংস্কার না করা হলে রাতের জোয়ারে দরগাহপুর ইউনিয়নসহ কাদাকাটি গ্রামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাতক্ষীরার আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, এটি মূল ওয়াপদা বাঁধ নয়; নদী খননের সময় তৈরি করা অস্থায়ী রিং বাঁধ। বাঁধ মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় বলেন, ‘‘রিং বাঁধ ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাউবোসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
ঢাকা/শাহীন/বকুল