ঢাকা     বৃহস্পতিবার   ০১ মে ২০২৫ ||  বৈশাখ ১৮ ১৪৩২

কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী-দেবর আটক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২ আগস্ট ২০২৪  
কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী-দেবর আটক

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে সুমী আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমীর স্বামীসহ দুইজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনে এ ঘটনা ঘটে। 

আটকেরা হলেন- স্বামী ইব্রাহিম প্যাদা (২৫) ও দেবর সাইদুল প্যাদা (২০)। 

এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে তিনজনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রাতে স্বামী ইব্রাহিমের সঙ্গে গৃহবধূ সুমী আক্তারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর ও মানসিক নির্যাতন করে। পরে সুমী তার স্বামীর ঘরের পাশের কক্ষে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তাৎক্ষনিক স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগেও সুমীকে ইব্রাহিম বেশ কয়েকবার মারধর করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

নিহত গৃহবধূর বড় ভাই পলাশ হাওলাদার জানান, এর আগে আমার বোনকে বেশ কয়েকবার অত্যাচার করেছে ইব্রাহিম ও তার পরিবার। আমরা সম্মানের ভয়ে কাউকে কিছু বলিনি। তবে ইব্রাহিমকে সাবধান করেছি। তারপরও সে আমার বোনকে মারধর করেছে। আমার বোন হত্যার বিচার চাই।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও দেবরকে আটক করা হয়েছে।

/ইমরান/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়