ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৪ আগস্ট ২০২৪  
শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পদত্যাগের এক দফা দাবিতে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে এ মিছিল করেন তারা। এতে ৩ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিলটি শ্রীবরদী সরকারি কলেজ ও তাতিহাটি আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় গিয়ে শেষ হয়। এর মধ্যে তারা আধা ঘণ্টাব্যাপী চৌরাস্তা মোড়ে অবস্থান নেন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিভিন্ন পোস্টার ছিঁড়ে ফেলেন ও পিকেটিং করেন। এতে প্রধান শহরকে কেন্দ্র করে যানজট তৈরি হয়।

এদিকে বিক্ষোভ থেকে সরকার পদত্যাগের স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় শহরের দোকানপাট বন্ধ ছিল। সেখানে পুলিশকে আন্দোলনকারীদের বাধা না দিয়ে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে পুলিশ দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন ছাত্ররা।

অন্যদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রদলের কর্মীদের অংশ নিতে দেখা গেছে। বর্তমানে উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এছাড়াও জেলার নালিতাবাড়ি উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজের সামনে ১ দফা দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বেশকিছু শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা দিয়েছে। নালিতাবাড়ি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

তবে শেরপুর জেলা শহরে এখন পর্যন্ত কোথাও কোনো মিছিল বা অপ্রিতিকর ঘটনা দেখা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মিছিলও বের হয়নি। বর্তমানে শহরের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। এছাড়াও শহরে ব্যাটারি চালিত অটোরিকশা চলছে। তবে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের দেওয়া তথ্য মতে, বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল বের করার কথা জানা গেছে।

/তারিকুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়