কুষ্টিয়ায় সংসদ সদস্য হানিফের বাড়িতে হামলা-ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাঙচুরের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে কুষ্টিয়া শহরে এক দফা দাবির অসহযোগ আন্দোলনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শহরের মজমপুর, থানার মোড়, জেলা স্কুলের সামনে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। কুষ্টিয়া শহরের এসব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এর আগে, আন্দোলনকারীরা কুষ্টিয়া ট্র্যাফিক অফিস, জেলা আওয়ামী লীগের অফিস ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন এবং সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ধাওয়া দিলে ও রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আন্দোলনকারীরা বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতরা জেনারেল হাসপাতালের চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসে আহত হয়ে অসংখ্য রোগীকে হাসপাতালে আনা হয়। বেশিরভাগ রোগী রাবার বুলেটে আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাঞ্চন/ইমন