প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৩০, ৫ আগস্ট ২০২৪
আপডেট: ২১:১০, ৫ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৫ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্রে (চৌরঙ্গী) গিয়ে শেষ হয়। এসময় তারা ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়িনি’ বলে স্লোগান দিতে থাকেন।
মিছিলে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
চৌরঙ্গীতে প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম বক্তব্য রাখেন।
বাদল/মাসুদ