ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পলাতক শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে অনুরোধ করা হয়েছে: প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৬, ১৬ ডিসেম্বর ২০২৫
পলাতক শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে অনুরোধ করা হয়েছে: প্রধান উপদেষ্টা

মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বিটিভির লাইভ থেকে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনসূ বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ভারতের কাছে অনুরোধ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব তথ্য জানান তিনি। 

আরো পড়ুন:

ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেও মৃত্যুদণ্ড হয়েছে। শেখ হাসিনার সঙ্গে তাকেও ভারত থেকে ফেরত পাঠাতে যথাযথ আইনি প্রক্রিয়ায় ভারতকে অনুরোধ করা হয়েছে। 

রাজনীতির মঞ্চে চার দশকের বেশি বিচরণ, টানা দেড় দশকের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন, এরপর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাকে ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেন আন্তর্জাতিক অপরাধ ট্রােইব্যুনাল। বাংলাদেশে রাষ্ট্র কিংবা সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনিই প্রথম মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হলেন।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে জনরোষের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই থেকে সেদেশেই আছেন তিনি। তাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার কয়েকবার কূটনৈতিক নোট পাঠালেও ভারত তাতে সাড়া দেয়নি। 

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়