ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে এক যুবককে কুপিয়ে হত্যা 

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:৫৫, ৬ আগস্ট ২০২৪
নড়াইলে এক যুবককে কুপিয়ে হত্যা 

নড়াইল সদর পৌরসভার বরাশুলা এলাকায় মাজেদ আলী খান ওরফে মাজে খান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৫ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাজে খান বরাশুলা গ্রামের জাফর আলী খানের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বরাশুলা এলাকায় মাজে খানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার অলোক কুমার বাগচী বলেন, মাজেদ আলী খানকে  হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে এখন কিছু বলতে পারছি না। পরে বিষয়টির ব্যাপারে জানাবো।

শরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়