ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৯ আগস্ট ২০২৪  
পঞ্চগড়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

শামীম ইসলাম। ফাইল ফটো

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. শামীম ইসলামকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. শামীম ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, চলমান পরিস্থিতিতে যদি কোনো নেতাকর্মী অন্যায় কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বহিষ্কারের নির্দেশনা রয়েছে। কেন্দ্রীয় সংগঠন হয়তো সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেয়েছে, তাই পৌর ছাত্রদলের সদস্য সচিবকে বহিষ্কার করেছে।

নাঈম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়