নদীতে মিললো নিখোঁজ কৃষকের মরদেহ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিখোঁজের দুই দিন পর নড়াইলের চিত্রা নদী থেকে কৃষক হাকিম মোল্যার (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া কৃষক হাকিম মোল্যা নড়াইলের সদর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা ছিলেন।
হাকিম মোল্যার ছোট ভাই আকিজ মোল্যা জানান, গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে বড়গাতি বাজারে হাকিম মোল্যা চা পান করতে যান। সে সময় বাজারে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা জানতে পেরে সেখানে সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাত ১০টার পর থেকে হাকিম মোল্যার খোঁজ পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবারও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। আজ শুক্রবার দুপুরে চিত্রা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাকিম মোল্যার মরদেহ উদ্ধার করে।
শরিফুল/মাসুদ