লক্ষ্মীপুরে ২ থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলেন স্থানীয়রা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুট করা অস্ত্র জমা দিয়েছেন স্থানীয় লোকজন। তারা দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল ও প্রায় দুইশ রাউন্ড গুলি জমা দিয়েছেন। এছাড়া, জেলার রায়পুর থানা থেকে লুট করা একটি শটগান ও একটি চাইনিজ রাইফেলসহ গুলি ফেরত দিয়েছেন দুই ব্যক্তি।
এদিকে, সেনাবাহিনীর নিরাপত্তায় জেলার ৬ থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। যদিও এখনো কোনো কার্যক্রম শুরু করেননি তারা।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান ও রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন।
স্থানীয়রা জানান, গত সোমবার (৫ আগস্ট) বিক্ষুব্ধ জনতা রামগঞ্জ ও রায়পুর থানায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় থানায় থাকা অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যান তারা। থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।
রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘লুট হওয়া অস্ত্রগুলো ফিরিয়ে দিতে উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালাচ্ছি। কেউ কেউ নিজ দায়িত্বে অস্ত্র ফিরিয়ে দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত দুটি শর্টগান, একটি রাইফেল, একটি পিস্তল, রাইফেলের দুটি মাথা ও প্রায় দুইশ রাউন্ড গুলি পাওয়া গেছে।’
রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হোসেন বলেন, ‘আজ বিকেল ৪টার দিকে থানায় এসে একটি শটগান ও গতকাল রাত ১১টার দিকে সরকারি মাচ্চেন্টস একাডেমির সামনে আরেক ব্যক্তি গুলিসহ একটি রাইফেল জমা দিয়েছেন। দুটি অস্ত্র ইউএনও ইমরান খানের নির্দেশনায় সেনাবাহিনীর অফিসারের কাছে জমা দেওয়া হয়। বাকি অস্ত্রগুলো ফেরত পাওয়া গেলে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। অস্ত্র ফেরত দেওয়া দায়িত্বশীলতার পরিচয় বহন করে।’
জাহাঙ্গীর/মাসুদ