ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাজার তদারকি

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৪২, ১০ আগস্ট ২০২৪
সাতক্ষীরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাজার তদারকি

সড়কে শৃঙ্খলা ফেরানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পর এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে নামলেন  সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) শহরের সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন।

তারা এ সময় কাঁচাবাজার, মাছবাজার ও মাংসের বাজারে মূল্য তালিকা দেখেন। এসব দোকানে পণ্যের তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কি না তাও তারা পর্যবেক্ষণ করেন। আর যে সব দোকানে মূল্য তালিকা নেই তাদেরকে তালিকা রাখার আহ্বান জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ব্যবসায়ীরা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন সে ব্যবস্থা করা হবে। এছাড়াও অযথাই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান ব্যবসায়ীদের কাছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ সময় জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছেন বিক্রেতারা। 

এছাড়াও চিনি গুদামজাত করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং সড়কের উপর দোকানপাট পর্যবেক্ষণ করেন তারা। 

বাজার তদারকিতে এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সমন্বয়ক তামিম তাসমিন, সহ-সমন্বয়ক ওমর তাসনিম, সাব্বির ইসলাম, ফারহান তানভীরসহ আরও অনেকে।

শাহীন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়