ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে সংখ্যালঘুদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১০ আগস্ট ২০২৪  
পঞ্চগড়ে সংখ্যালঘুদের বিক্ষোভ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা কমিশন মন্ত্রণালয়সহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। 

কর্মসূচির অংশ হিসেবে বিক্ষুব্ধ হিন্দু ছাত্র জনতা কিছু সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে অংশ নেয়- সুভাস চন্দ্র রায়, ননিগোপাল ভৌমিক, পরেশ বর্মন, দীপু রায়, অমিত বণিক, লিখন বণিক, সাধব দত্ত ও ধরণীকান্ত প্রমুখ।

এ সময় প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে বলে অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংখ্যালঘুদের সুরক্ষা কমিশন ও মন্ত্রণালয় গঠন করাসহ বিভিন্ন দাবি জানান। এছাড়াও দাবি মেনে না নেওয়া হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন তারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

নাঈম/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়