থানায় থানায় ফিরতে শুরু করেছে পুলিশ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
দেশব্যাপী থানায় থানায় ফিরতে শুরু করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শিক্ষার্থীদের মৃত্যু, পুলিশ সদস্যদের মৃত্যু ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ন্যাক্কারজনক এসব ঘটনার পর কয়েকদিন ধরে দেশব্যাপী পুলিশি কার্যক্রম বন্ধ রয়েছে। দেশের কোথাও কোথাও ১১ দফা দাবীতে সোচ্চার রয়েছেন পুলিশ সদস্যরা। তবে পুলিশের নতুন আইজি ময়নুল ইসলামের নির্দেশে থানায় ফেরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। ইতোমধ্যে দেশের ৫৮৩টি থানায় কার্যক্রম শুরু করেছেন পুলিশ সদস্যরা।
শনিবার (১০ আগস্ট) থানাগুলোতে কার্যক্রম শুরু করেন তারা। দেশের কোথাও কোথাও পুড়িয়ে দেওয়া থানা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
চট্টগ্রাম:
আগুনে পুড়িয়ে দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরিস্কার কার্যক্রমে অংশ নেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, ইতোমধ্যে আমাদের থানার কার্যক্রম শুরু হয়েছে। আজ বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার আগুনে পোড়া ধংসস্তুপ পরিস্কারে অংশ নিয়েছে। আগুন থেকে রক্ষা পাওয়া দুটি রুমে থানার কার্যক্রম শুরু করা হয়েছে।
সাভার:
ঢাকার সাভারের পাঁচ দিন পর কার্যক্রম শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সহিংসতায় থানায় হামলার ঘটনায় এটি বন্ধ হয়ে যায়।
শনিবার (১০ আগস্ট) বিকেলের দিকে থানায় কাজে যোগ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা। এর আগে, গত রোববার (৪ আগস্ট) আশুলিয়া থানায় হামলা চালিয়ে ভাঙচুরের পর থানায় অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল ফটক দিয়ে ঢুকেই থানার ভবনের সামনে স্তুপ করে রাখা হয়েছে পুড়ে যাওয়া জিনিসপত্র। সেখানে পুলিশের পোশাক, ট্রাঙ্ক, গাড়ি, এসিসহ থানার ব্যবহৃত বিভিন্ন পোড়া জিনিস একত্রে রাখা হয়েছে।
শনিবার বিকেলে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে থানায় প্রবেশ করেন পুলিশ সদস্যরা। তাদের ফুল দিয়ে স্বাগত জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা।
পিরোজপুর:
পিরোজপুর জেলার সাতটি থানার সবগুলোতে সীমিত কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১০ আগস্ট) থেকে পিরোজপুর সদর থানা, নেছারাবাদ থানা, নাজিরপুর থানা, কাউখালী থানা, ইন্দুরকানী থানা, ভান্ডারিয়া থানা এবং মঠবাড়িয়া থানায় সীমিত পরিসরে চালু হয়েছে পুলিশি কার্যক্রম।
পুলিশের সাথে সেনাবাহিনীও রয়েছে। বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম জানান , তারা সীমিত পরিসরে কার্যক্রম শুরু করছে। সেনাবাহিনীর সাথে একত্রে পুলিশ সদস্যরা পেট্রোলিং করছে।
ঝিনাইদহ:
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সহযোগিতায় ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ সময় বিজিবি কর্মকর্তারা থানার সকল পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতে বিজিবির অবজারভেশন পোস্ট রয়েছে। সেখান থেকে মানুষকে সচেতন করা এবং তাদের যে কোনো সমস্যায় সহযোগীতা চালু রয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
রেজাউল/সাব্বির/তাওহিদ/শাহরিয়ার/সনি