ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরার ৪ থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১০ আগস্ট ২০২৪  
সাতক্ষীরার ৪ থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু 

কালীগঞ্জ থানার কার্যক্রম শুরু

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ পরবর্তী সহিংসতার মধ্যে সাতক্ষীরার চারটি থানার কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে। থানাগুলো হলো কলারোয়া থানা, কালীগঞ্জ, শ্যামনগর ও দেবহাটা থানা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অয়োজনে শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় কলারোয়া থানার সভাকক্ষে মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। 

আরো পড়ুন:

এরপর ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদারের উপস্থিতিতে বেলা দেড়টার পর কালীগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়। দুপুরে শ্যামনগর ও দেবহাটা থানা কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, আনুষ্ঠানিকভাবে কয়েকটি থানার কার্যক্রম শুরু হলেও পুলিশ সদস্যরা আজও কর্মবিরতি পালন করছে। তাদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গত ৫ জুলাই শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন স্থানে বিক্ষুদ্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর থানা পুলিশ সদস্যরা নিরাপদ স্থান জেলা পুলিশ লাইনসে চলে যায়। গত ৫ দিন জেলার বিভিন্ন স্থানের থানাগুলো অরক্ষিত অবস্থায় ছিল। 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়