ভারতে পালানোর সময় আ.লীগ নেতা আটক
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আটক ওমর ফারুক
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তার নাম ওমর ফারুক (৪০)। তিনি গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
শনিবার (১০ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।
বিজিবির রহনপুর ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ফারুক বোনের বাড়িতে লুকিয়ে ছিলেন। শনিবার তিনি ভারতে পালানোর চেষ্টা করেন। অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হবে।
কেয়া/বকুল