ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

আন্দোলনে নিহতদের স্মরণে শরীয়তপুরে মোমবাতি প্রজ্বলন

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১০ আগস্ট ২০২৪  
আন্দোলনে নিহতদের স্মরণে শরীয়তপুরে মোমবাতি প্রজ্বলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশব্যাপী নিহতদের স্মরণে শরীয়তপুরে মোমবাতি  প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করেছেন শিক্ষার্থীরা। 

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তারা।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে শরীয়তপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ হাতে মোমবাতি  প্রজ্বলন করে অংশ নেন। এসময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা সব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান। 

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়