ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীর সাবেক সংসদ সদস্য দম্পতি ছেলেসহ নৌবাহিনীর হেফাজতে

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৪৯, ১১ আগস্ট ২০২৪
নোয়াখালীর সাবেক সংসদ সদস্য দম্পতি ছেলেসহ নৌবাহিনীর হেফাজতে

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী ও ছেলেকে নিজেদের হেফাজতে নিয়েছে নৌবাহিনীর সদস্যরা। রোববার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছন নৌবাহিনী হাতিয়া কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান। 

এর আগে, শনিবার রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাদের নিজেদের হেফাজতে নেন নৌবাহিনীর সদস্যরা।

মোহাম্মদ আলীর ভাই হাতিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, নিরাপত্তার স্বার্থে সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকে নৌবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নিয়েছে।

নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান বলেন, হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মোহাম্মদ আলী, তার স্ত্রী ও ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুজন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়