ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে চলছে শিক্ষার্থীদের গ্রাফিতি ও দেয়াল লিখন

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১১ আগস্ট ২০২৪  
ফরিদপুরে চলছে শিক্ষার্থীদের গ্রাফিতি ও দেয়াল লিখন

ফরিদপুর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কার্যক্রম চলছে।

রোববার (১১ আগস্ট) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি মোছা ও লিখনের এ কার্যক্রম চালাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতন করে সাজাবো।

শিক্ষার্থীরা আরও জানান, দেয়ালকে বর্ণমালা আর ছবিতে উপস্থাপন করার চেষ্টা করছেন তারা। তারুণ্যের শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে। প্রাণের টানে তারা এসেছেন, কাজ করছেন। অন্যায় প্রতিরোধ ও দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না।

দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম, সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা। রং নিয়ে ব্রাশের মাধ্যমে সব সড়ক রঙিন করে তোলা হচ্ছে।

তামিম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়