বাগেরহাটে সন্ত্রাসী হামলায় ৩ শিক্ষার্থী আহত
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় ৩ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১১ আগস্ট) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
আহতরা হলেন- এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিব রাদ, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী ঋত্বিক রায়হান ও বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থী মো. ফারদিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঋত্বিক রায়হান বলেন, গত ৯ আগস্ট বাগেরহাট শহরের পৌর পার্কে আমরা কয়েকজন বসে কথা বলছিলাম। এ সময় শহরের বাসাবাটি এলাকা থেকে আসা ৩-৪ বখাটে আমাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করে ও পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের সন্ত্রাসী দল আমাদের মারপিট ও কুপিয়ে আহত করে। এর মধ্যে, বাসাবাটি এলাকার বাবু, রনি, রাকিব, শামীম, জুয়েল ও সজীবকে আমরা চিনতে পেরেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনও মন্তব্য জানা যায়নি।
শহিদুল/কেআই