ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহতের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১১ আগস্ট ২০২৪  
দিনাজপুরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহতের অভিযোগ

দিনাজপুরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। এ সময় ছিনতাইকারীর ছুরির আঘাতে চালক আহত হন।

শনিবার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার রামসাগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার শুভ মেরাজ ও উপশহর ৪নং ব্লকের তারেক।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুই যুবক একটি ইজিবাইক ভাড়া নিয়ে রামসাগরের দিকে যান। এ সময় ইজিবাইক চালকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। পরে ইজিবাইক চালকের চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ইজিবাইকসহ আটক করে গণপিটুনি দেন। 

পরে রাত ৩টার দিকে গুরুতর অবস্থায় ইজিবাইক চালকসহ তিন জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুই ছিনতাইকারীকে মৃত ঘোষণা করেন বলে জানান ফরিদ হোসেন।

মোসলেম/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়