পটুয়াখালীতে আনন্দ মিছিল ও সম্প্রীতি সমাবেশ
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীতে আনন্দ মিছিল ও সম্প্রীতি সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী গণঅধিকার পরিষদের আয়োজনে ডিসি কোর্ট থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।
পরে ঝাউতলা এলাকায় একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে সহস্রাধিক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসলিম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব মো. শাহ আলম সিকদার ও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলামসহ গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্যরা।
বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী শান্তিশৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
/ইমরান/এসবি/