সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৫৬, ১৪ আগস্ট ২০২৪
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় মানিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়া চরস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক রংপুরের হারাগাছ থানার পাইকার বাজার গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আষাঢ়িয়া চরস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা উল্টোপথে মেঘনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে অটোরিকশা চালক মানিক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অনিক/কেআই