ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

মুরাদনগরে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৫২, ১৪ আগস্ট ২০২৪
মুরাদনগরে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন শিক্ষার্থীরা

কুমিল্লা মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের উদ্যোগে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপযোগী একটি রাস্তা সংস্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার সদরের চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ থেকে ছোটআলীরচর বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়। এতে সংগঠনটির প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ থেকে ছোটআলীরচর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি বেহালা অবস্থায় পড়ে ছিল। সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত সড়কটি। এতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, সাধারণ মানুষের চলাচল এবং পণ্য পরিবহনে জনদুর্ভোগ পোহাতে হয়। শুধু তাই নয়, অসুস্থদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতেও চরম ভোগান্তি পোহাতে হয়।

সরকারীভাবে দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের আশ্বাস দিলেও সেটি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই গ্রামের অবহেলিত মানুষের কথা বিবেচনা করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় সম্প্রতি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটি। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে রাস্তাটির বিভিন্ন অংশে ইটের খোয়া, মাটি ও বালু দিয়ে সংস্কার কাজ।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন মুরাদনগরসহ পাশ্ববর্তী দুই উপজেলার হাজার মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা চলাচল করেন। প্রতিদিন অসংখ্য যানবাহন যাতায়াত করে এ সড়ক দিয়ে। তবে সামান্য বৃষ্টিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত হওয়ায় সাময়িকভাবে চলাচল স্বাভাবিক হবে। সড়কটি দ্রুত পাকা করার দাবি জানান এলাকাবাসী। 

সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় সংগঠনটির সকল সদস্যর প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও এলাকাবাসী।

সংগঠনটির মুরাদনগর উপজেলার অন্যতম সমন্বয়ক শাহিন আহমেদ বলেন, ‘আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল কর্মসূচিতে অংশগ্রণের মাধ্যমে এলাকার জনসাধারণের চলাচলে দুর্ভোগ লাঘব করার লক্ষ্যে সড়কটিতে সংস্কারটি কার্যক্রম বাস্তবায়ন করেছি। এই সেবারই একটি অংশ। আমরা সংগঠনের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের জন্য সবসময় এভাবে কাজ করে যাব।’

রুবেল/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়