ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবার কল্যাণ সহকারী

সুপারিশ পেয়েও অজানা কারণে নিয়োগ পাননি সেতু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৪৭, ১৭ আগস্ট ২০২৪
সুপারিশ পেয়েও অজানা কারণে নিয়োগ পাননি সেতু

লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা অফিস ভবন। ইনসেটে জান্নাতুল খুলুদ সেতু।

লক্ষ্মীপুরে এক বছর আগে পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের সুপারিশ পাওয়া জান্নাতুল খুলুদ সেতু আজও নিয়োগ পাননি। একটি অভিযোগের ভিত্তিতে প্রথমে তার নিয়োগ স্থগিত রাখা হয়। পরে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ার পর নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করে। কিন্তু অজানা কারণে পরিবার পরিকল্পনা বিভাগ তাকে নিয়োগ দিচ্ছে না। 

শনিবার (১৭ আগস্ট) দুপুরে ভুক্তভোগী সেতুর মামা সালাউদ্দিন সাংবাদিকদের বিষয়টি জানান।

সেতুসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ১৪ অক্টোবর পরিবার কল্যাণ সহকারী পদে জান্নাতুল খুলুদ সেতু নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে চূড়ান্ত বলে ফলাফল প্রকাশ করা হয়। নিয়োগের আগ মুহূর্তে আরেক প্রার্থী পিংকি রাণী মজুমদার তার বিরুদ্ধে ঠিকানা সত্য নয় বলে নিয়োগ কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। এতে তার নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়। অভিযোগটি তদন্ত করতে কমিটি গঠন করা হয়। ২০২৩ সালের ২২ মে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেন। এতে তার ঠিকানা সত্য বলে প্রমানিত হয়। 

একই বছর ৩১ মে তার নিয়োগের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পত্র পাঠানো হয়। এর ভিত্তিতে অধিদপ্তর থেকে সেতুকে নিয়োগ প্রদান করা যেতে পারে বলে সুপারিশ করে নিয়োগ কমিটিকে। তবে সেতুর গ্রামের বাড়ির অবস্থান এবং ইউনিটের সীমানা নিয়ে কোনো জটিলতা থাকলে এ বিষয়ে লক্ষ্মীপুরের উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। এ নিয়ে একই বছর ১২ জুলাই তৎকালীন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কাছে একটি পত্র পাঠান। কিন্তু তৎকালীন উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন তা করেননি। এরপর তিনি অবসরে চলে যান। উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে লোকমান হোসাইন দায়িত্ব পান। জেলা প্রশাসকের দেওয়া চিঠির এক বছর পার হলেও সেতুকে নিয়োগ দেওয়া হয়নি। সেতুর ঠিকানা নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালকের কাছে প্রস্তাবও পাঠানো হয়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ওমর শরীফের মেয়ে জান্নাতুল খুলুদ সেতু বলেন, এক বছর আগে আমাকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। অজানা কারণে লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগ আমাকে নিয়োগ দিচ্ছে না। এ নিয়ে আমি লক্ষ্মীপুর জেলা প্রশাসক নুসরাত জাহানের কাছে একটি আবেদন করি। এর ভিত্তিতে জেলা প্রশাসক গত ২০ জুন নিয়োগ প্রদান সংক্রান্ত আবেদন অগ্রায়ণের জন্য পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালককে চিঠি পাঠায়। এরপরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। মহাপরিচালকের সুপারিশ অনুযায়ী আমি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। 

লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লোকমান হোসাইন রাইজিংবিডিকে বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। কিছুদিন হল আমি জানতে পেরেছি। সাবেক উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন বিষয়টি নিয়ে আমাকে কিছু বলে যায়নি। চাইলে উনি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে যেতে পারতেন। এখন আমাকে পুনরায় সবকিছু জানতে হবে। এর জন্য আগামীকাল রোববার (১৮ আগস্ট) তদন্ত কমিটি গঠন করবো। খুব শীঘ্রই বিষয়টি সুরাহা করা হবে।

জাহাঙ্গীর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়