ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে ২ যুবদল নেতা বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২০ আগস্ট ২০২৪  
মানিকগঞ্জে ২ যুবদল নেতা বহিষ্কার

সুজাউদ্দিন বুলবুল ও মনিরুজ্জামান মনির

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক সুজাউদ্দিন বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকেও বহিষ্কার করা হয়েছে। 

গতকাল সোমবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

আরো পড়ুন:

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সুজাউদ্দিন বুলবুল জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, বহিষ্কৃত যুবদলের দুই নেতার বিরুদ্ধে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এক ব্যক্তির জায়গা ও দোকান দখল করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তি এ বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।

চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়