নাঙ্গলকোটের শতভাগ গ্রাম প্লাবিত
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টানা বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শতভাগ গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী।
তিনি বলেন, ‘উপজেলার শতভাগ গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গতদের তালিকা করা হচ্ছে। তালিকা শেষে ত্রাণ সহায়তা দেওয়া হবে।’
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। আশাব্যঞ্জক কোনও খবর নেই। গোমতীর বেশ কয়েকটি বাঁধে ফাটল ধরেছিল। গতকাল রাত থেকে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছি। পানি বাড়লে আর কিছুই করার থাকবে না।’
পাউবো সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় গোমতীর পানি সদর অংশে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
রুবেল/কেআই