ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর অনুকূলে বরাদ্দ সরকারি মালামাল উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৩৬, ৩০ আগস্ট ২০২৪
সাবেক জনপ্রশাসন মন্ত্রীর অনুকূলে বরাদ্দ সরকারি মালামাল উদ্ধার

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্বজনের কাছে থাকা সরকারি মালামাল।

মেহেরপুর শহরের কাশ্যপপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অনুকূলে দেওয়া সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল কাশ্যপপাড়ার  সুরমান আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় হুইল চেয়ার, খেলার সামগ্রী, টেলিভিশন, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। পরে এগুলো মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। 

বাড়ির মালিক সুরমান আলী জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় দোলন দরজী মাসিক ৬ হাজার টাকা হিসেবে তার বাড়ির নিচতলা ভাড়া নেন। সেখানে প্রায় একবছর ধরে মন্ত্রীর বিভিন্ন মালামাল রেখে আসছেন। 

মেহেরপুর সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালাই। এ সময় সেখানে সরকারি ত্রাণের বিভিন্ন মালামাল পাই এবং সেগুলো জব্দ করি। কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফারুক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়