ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

দেশে পৌঁছেছে পান্নার মরদেহ, রাতে জানাজা শেষে দাফন

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৩১ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:৪১, ৩১ আগস্ট ২০২৪
দেশে পৌঁছেছে পান্নার মরদেহ, রাতে জানাজা শেষে দাফন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। 

শনিবার (৩১ আগস্ট) এশার নামাজ পরে বনানী কবরস্থান মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। 

ইসহাক আলী খান পান্না বড় ভাইয়ের ছেলে কামরুজ্জামান নাদিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান জানাজার পরে বনানী কবরস্থানে পান্নার স্ত্রী সাবেক উপ-সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধনের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ইসহাক আলী খান পান্না এর বড় ভাই জাফর আলী খান জানান, ভারতের মেঘালয় পুলিশ শনিবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় উপজেলা প্রশাসন, বিজিবি ও নিহত ইসহাকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তাওহিদুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়