ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৪
দিনাজপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

দিনাজপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে আয়নুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার ঝানজিরা শাহাপাড়া গ্রামের একটি রাস্তা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আয়নুল ইসলাম জেলার চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মাঝিপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গত সোমবার গভীর রাতে ঝানজিরা গ্রামের জাফর সরকারে বাড়িতে তিন জন চোর মিলে একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে আইনুলকে ধরে ফেলে। অপর দুজন পালিয়ে যায়। এ সময় চুরির অভিযোগে আইনুল ইসলামকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

মোসলেম/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়