ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পিকআপ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পিকআপ, নিহত ১

গাজীপুরে ভাওয়াল উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিকআপের এক আরোহী (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপচালক ও ট্রাকচালক, ট্রাকচালকের সহকারীসহ আরও ৩ জন। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে । 

নিহত আরোহী পিকআপচালকের সহকারী বলে জানা গেছে, তবে নাম জানা যায়নি। আহতদেরও নাম পরিচয় শনাক্ত করা যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর আসার পথে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেইটের সামনে ট্রাকের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। পিকআপচালকের সহকারী (কন্ডাক্টর) ঘটনাস্থলে নিহত হন। নিহতের শরীরের খণ্ড খণ্ড অংশ সড়কে পড়ে থাকতে দেখা গেছে। এসময় আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোথায় কোন হাসপাতালে নিয়ে গেছে তা জানা যায়নি। 

সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার জানান, সকালে ৯৯৯ থেকে ফোনে ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন স্পট ডেড রয়েছে। একাধিক আহত রয়েছে। থানায় খবর দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেছে। 

রেজাউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়