ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে বন্যার্ত ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২৪  
লক্ষ্মীপুরে বন্যার্ত ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা

লক্ষ্মীপুরে বন্যার্ত ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

চারজন চিকিৎসকের মাধ্যমে বন্যার্তদের বিনামূল্যে এই চিকিৎসা সেবার আয়োজন করেন অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী।

রোববার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী লক্ষ্মীপুরের রায়পুরে লামচরী আর এন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিক্যাল ক্যাম্পেইনে ২০০ জন পুরুষ, ২৫০ জন মহিলা ও ৫০ শিশুসহ মোট ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

ডা. ইব্রাহিম জিসান, ডা. এসএম ওয়াহিদুল ইসলাম তৌশিক, ডা. মালিহা মুমতাজ প্রিত্যু চৌধুরী ও ডা. নোমান হোসেন দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম, লামচরী আর এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জহিরুল ইসলাম প্রমুখ।

লিটন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়