ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

কাপাসিয়ার কৃষকদের বিনামূল্যে গাছের চারা বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৪  
কাপাসিয়ার কৃষকদের বিনামূল্যে গাছের চারা বিতরণ

গাজীপুরের কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিনার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সামনে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের ২০ জন কৃষদের মাঝে এ চারা গাছ বিতরণ করা হয়। 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পে অর্থায়নে ও গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ও পরমাণু কৃষি বিজ্ঞানী ড. মো. আবুল কালাম আজাদ। 

বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার বিজ্ঞানী ড. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহের এসএসও ড. রেজা মোহাম্মদ ইমন এবং ড. মো. হাসানুজ্জামান। 

এ সময় বক্তারা কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে ফলজ ও ঔষধি বিভিন্ন জাতের উদ্ভিদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, কৃষকরা বিনামূল্যে ফলজ ও ঔষধি চারা গাছ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারা এগুলো যত্ন সহকারে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন। 

এ সময় বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা, কৃষক, বিভিন্ন মাধ্যমের স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারা গাছের মধ্যে ছিল বিনালেবু, বারি আম-৪, আম্রপালি, চায়না-৩ লিচু, আঠাবিহীন কাঁঠাল, বেল, ড্রাগন, আমড়া, লটকন, জাম্বুরা ও নিম।

রফিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়