মসজিদের চাঁদা নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়েরও মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে দ্বন্দ্ব, হামলা ও মারপিটের ঘটনায় ছোট ভাইয়ের পর বড় ভাই স্কুলশিক্ষক শরিফুল ইসলামেরও মৃত্যু হয়েছে।
১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
শরিফুল ইসলাম উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃত নুরুল হকের ছেলে। তিনি মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এর আগে ওই হামলার ঘটনায় তার ছোট ভাই শ্রমিক দল নেতা লিটন মিয়া নিহত হয়েছিলেন।
এদিকে শরিফুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মালাকোচা এলাকায় প্রায় চার হাজার এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিচার দাবি করেছেন।
নিহতের মেয়ে শশী বলেন, ‘আমার বাবাকে তারা নির্দয়ভাবে মেরেছে। আমি এখন বাবাহারা হয়ে গেলাম। আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই। এর আগেও ওই লোকগুলো আরও চারটি হত্যা করেছে। কিন্তু তাদের কোনো বিচার হয়নি। আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসি শাস্তি দেওয়া হোক।’
এর আগে গত ২৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামে একটি মসজিদের চাঁদা নিয়ে প্রতিপক্ষ আলতাফ হোসেন শিরা ও তার লোকজনের হামলায় লিটন মিয়া, তার দুই ভাই শরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। ওইদিন বিকেল ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন মিয়ার মৃত্যু হয়।
ঘটনার পর গা ঢাকা দেয় হামলাকারীরা। এ ঘটনায় নিহত লিটনের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, শরিফুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোর ৭টার দিকে শরিফুল ইসলাম মারা যান।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তারিকুল ইসলাম/সনি