ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

নাটোরে কেন্দ্রীয় সমন্বয়কদের সামনে শিক্ষার্থীদের হাতাহাতি 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২৪
নাটোরে কেন্দ্রীয় সমন্বয়কদের সামনে শিক্ষার্থীদের হাতাহাতি 

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সামনে হাতাহাতিতে জড়িয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে হাতাহাতি হয়। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম ও ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। 

এদিকে, এ ঘটনার পর একটি পক্ষ নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা মঞ্চ ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেলে এই মঞ্চে সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থী-জনতার উন্মুক্ত সভা হওয়ার কথা ছিল। 

আরো পড়ুন:

সভা আয়োজক কমিটির সদস্য মিম ও মুসা আকন্দ জানান, আজ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে নাটোরে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাক্ষাতের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা শুরু হলে সেখানে শিক্ষার্থীদের একটি দল ঢুকে পড়ে। সেসময় সবাইকে চেয়ারে বসতে বলা হলে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ওই দলটির হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় সমন্বয়করা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েও ব্যর্থ হন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থীদের একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হন শিক্ষার্থীরা। তাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বিকেলে কলেজ মাঠে সমন্বয়কদের নিয়ে ছাত্রদের একটি সভা হওয়ার কথা ছিল। ছাত্রদের একটি পক্ষ মঞ্চের কাপড় ছিড়ে ফেলে। তারা কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়