ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

অজুখানায় পড়ে ছিল তরুণীর রক্তাক্ত মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৪
অজুখানায় পড়ে ছিল তরুণীর রক্তাক্ত মরদেহ

মুন্সীগঞ্জের গজারিয়ায় কবরস্থানের অজুখানা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদারকান্দি কবরস্থানের অজুখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তি অজুখানায় তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। তার বয়স আনুমানিক ২২ বছর হবে। এলাকাবাসী কেউ তাকে চিনতে পারছে না। নিহতের শরীরের উপরের অংশ ছিল বস্ত্রহীন। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

রতন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়