ঢাকা     শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১

দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

হ্রদের পানি কিছুটা কমে আসায় দ্বিতীয়বারের মতো কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) বন্ধ করা হয়েছে। কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এ টি এম আব্দুজ্জাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে জলকপাটগুলো বন্ধ করে করে দেওয়া হয়। এ সময় হ্রদের পানির লেভেল ছিল ১০৮.৩৯ ফুট মিন সি লেভেল। হ্রদের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল।

এর আগে, হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় শনিবার সন্ধ্যায় ১৬টি স্পিলওয়ে (জলকপাট) ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হয়।

এর আগে, গত ২৫ আগস্ট কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। টানা ১৫ দিন পর ৯ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে ১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হলে লেকের পানি বৃদ্ধি পাওয়ায় ১৪ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

বিজয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়