ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

মৌলভীবাজারে নানককে ধরতে যৌথবাহিনীর অভিযান

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
মৌলভীবাজারে নানককে ধরতে যৌথবাহিনীর অভিযান

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে ধরতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে এলাকায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু করে যৌথবাহিনী। 

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ভারতে যেতে অবস্থান করছেন বলে খবর আসে। পুলিশ ও বিজিবি সীমান্তে দুটি বাড়ি ঘিরে রেখেছে। একই সঙ্গে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। দুটি বাড়ির একটি স্থানীয় আওয়ামী লীগ নেতা জিলনের। 

আরো পড়ুন:

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান জানান, জাহাঙ্গীর কবির নানককে ধরতে অভিযান অব্যাহত আছে।

হামিদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়