ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় দেড় কেজি ক্রিস্টালমেথসহ রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৪  
উখিয়ায় দেড় কেজি ক্রিস্টালমেথসহ রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজারের উখিয়ায় ১ কেজি ৬২৫ গ্রাম ক্রিস্টালমেথসহ (আইস) এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উখিয়া উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক মো. ফায়সাল (২০) উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক নং-৭ এর বাসিন্দা ইয়াছিনের ছেলে। 

লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি জোরদার করা হয়। এসময় মরিচ্যা পশ্চিম গোয়ালিয়া সড়কে রোহিঙ্গা তরুণকে সন্দেহ হলে তল্লাশি করে ১ কেজি ৬২৫ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

আটক ব্যক্তিকে মাদকসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তারেকুর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়