ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

চট্টগ্রামে ২ গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৪  
চট্টগ্রামে ২ গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে সংঘর্ষ হয়।  

নিহত যুবকের নাম জুবায়ের উদ্দীন বাবু (২৫)। ছুরিকাঘাতে আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। 

চান্দগাঁও থানার এসআই  সুমন বড়ুয়া জানান, নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের হয়েছে। এ সময় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দিন বাবু গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে বাবুর মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়