ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

সাবেক গণপূর্তমন্ত্রীসহ ৮০ জনের নামে হত্যা মামলা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৪১, ১ অক্টোবর ২০২৪
সাবেক গণপূর্তমন্ত্রীসহ ৮০ জনের নামে হত্যা মামলা 

উবায়দুল মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ২০২১ সালের ২৬ মার্চ বিকেল ৩টার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী মোড়ে সংঘর্ষের সময় আশিক মিয়া (১৭) হত্যার ঘটনায় তার বাবা সাগর মিয়া বাদী হয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ২০০-৩০০ লোককে আসামি করা হয়েছে। মৃত আশিক মিয়া পৌর এলাকার কলেজপাড়ার সাগর মিয়ার ছেলে। 

মামলার অন্যতম আসামিরা হলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মহসিন, তানজিল আহমেদ, দপ্তর সম্পাদক মনির হোসেন, উপ-দপ্তর  সম্পাদক সুজন দত্ত, সরাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজমুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হালিম শাহ লিল মিয়া, জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাকিল মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিল, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানি, বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব হোসাইন প্রমুখ।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
 

রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়