ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২ অক্টোবর ২০২৪  
দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ 

দুর্নীতি ও হয়রানি থেকে রক্ষা পেতে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলী আহমেদ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহানের পদত্যাগ ও শাস্তি দাবি করে শহরের বিভিন্ন স্থানে ছাত্র ও সচেতন নাগরিক সমাজের নামে ব্যানার টাঙিয়ে অভিনব প্রতিবাদ করা হয়েছে।

মাদারীপুরের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে, মাদারীপুর প্রেস ক্লাবে, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন পয়েন্টে এ সব ব্যানার ঝুলানো দেখা গেছে। 

ব্যানারে লেখা রয়েছে, ‘হয়রানি ও দুর্নীতিমুক্ত নির্বাচন অফিস চাই। হয়রানি ও দুর্নীতির কারণে এ সেবা থেকে আমরা মাদারীপুরবাসী বঞ্চিত, এই সিন্ডিকেটের মূলহোতা জেলা নির্বাচন অফিসার মো. আহমেদ আলী ও উপজেলা নির্বাচন অফিসার (সদর) নুসরাত জাহান, পদত্যাগ ও শাস্তির দাবি করেছে ছাত্র ও সচেতন নাগরিক সমাজ।’

আরো পড়ুন:

তবে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম হয় না। দালাল চক্র সুবিধা করতে না পেরে ষড়যন্ত্র করছে। 

জেলা নির্বাচন অফিসার মো. আলী আহমেদ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়