ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২ অক্টোবর ২০২৪  
বান্দরবানে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার 

গ্রেপ্তার আবু তৈয়ব

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা চার মামলা আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ অক্টোবর) রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার ক্যংয়ের মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় হত্যা, প্রাণনাশের হুমকি, ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা করা হয়। এরপর সে সকল আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে আইনশৃংখলা বাহিনী। অভিযানে মামলার তালিকাভুক্ত আসামি সাবেক যুবলীগের নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

আরো পড়ুন:

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি আবু তৈয়ব। তার নামে চারটি মামলা হলেও একটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
 

বিজয়/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়