ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগ আমলে মেধাবী ছেলে-মেয়েরা বিদেশ চলে গেছে: এটিএম মাসুম

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১১ অক্টোবর ২০২৪  
আ.লীগ আমলে মেধাবী ছেলে-মেয়েরা বিদেশ চলে গেছে: এটিএম মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মেধার কোনো মূল্যায়ন ছিল না। মেধাবী ছেলে-মেয়েরা বাধ্য হয়ে বিদেশে চলে গেছে। কারণ দেশটা বসবাসের উপযোগী ছিল না। দলীয়করণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করেছে শেখ হাসিনার সরকার।’

শুক্রবার (১১ অক্টোবর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

এটিএম মাসুম বলেন, ‘আওয়ামী লীগের পুরো শাসন আমল ছিল লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব। কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। অবৈধ নির্বাচনের নামে ক্ষমতা দখলের মহড়া দিয়েছে তারা।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থান শুধু ছাত্রদের নয়, ১৫ বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যে ক্ষোভ ও হতাশার জন্ম নিয়েছিল তারই বিস্ফোরণ ঘটেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, জালেম ও জুলুমবাজদের ছাড় দেন কিন্তু, ছেড়ে দেন না। একটি দুর্নীতিমুক্ত ও  বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতের রুকনদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও অধ্যাপক একেএম এমদাদুল হক মামুনের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, বাইতুলমাল সম্পাদক মাওলানা আমির হোসাইন ফরায়েজী, কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল,মাহবুবর রহমান, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক মজিবুর রহমান, দেলোয়ার হোসাইন সবুজ, এয়াকুব আলী চৌধুরী ও শাহাদাত হোসাইন প্রমুখ।

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়