ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:১০, ১৯ অক্টোবর ২০২৪
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফিরোজ খান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফিরোজ খান (৩৫) নামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার ছোট দারোগার হাট বাজার সংলগ্ন লালানগর গ্রামে হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফিরোজ খান উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ফিরোজ খান এলাকা থেকে পালিয়ে যান। শুক্রবার তিনি তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে সেখান থেকে তাকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

আরো পড়ুন:

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, ‘লালানগর এলাকায় স্বজনের বাড়ি থেকে ডেকে নিয়ে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে জেনেছি।’

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মুজিবুর রহমান।
 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়