ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিদ্ধিরগঞ্জে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারী

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২০ অক্টোবর ২০২৪  
সিদ্ধিরগঞ্জে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বসতবড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কবিতা বেগম (৪৫) নামে নারী দগ্ধ হয়েছেন। রোববার (২০ অক্টোবর) সকালে দক্ষিণ কদমতলী নয়াপাড়ার হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার ওই বাড়িটির দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। 

দগ্ধ কবিতা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জিল্লুর রহমানের স্ত্রী। তিনি আদমজী ইপিজেডের অনন্ত হুয়াক্সিয়ান নামে পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউডে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, কবিতা বেগম তার ছেলেকে নিয়ে ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার এই বাসায় ভাড়া থাকতেন। তারা দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। আজ সকালে বিকট শব্দে দ্বিতীয় তলার কক্ষ ও বারান্দার দেওয়াল ভেঙে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল সৃষ্টিসহ কক্ষের ভেতরের দেওয়াল ধসে পড়ে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিলন জানান, গ্যাসের চুলা থেকে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আজ সকালে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়