ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দানা’র প্রভাবে খুলনায় বৃষ্টি, প্রস্তুত ৬০৪ আশ্রয়কেন্দ্র 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:২৬, ২৪ অক্টোবর ২০২৪
‘দানা’র প্রভাবে খুলনায় বৃষ্টি, প্রস্তুত ৬০৪ আশ্রয়কেন্দ্র 

ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে (ছবি: রাইজিংবিডি)

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে বয়ে যাচ্ছে হিম শীতল বাতাস।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর থেকেই আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আকাশ অন্ধকারাচ্ছন্ন।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ জানান, দুপুর নাগাদ বৃষ্টি, ঝড়ো ও দমকা হওয়ার পরিমাণ বাড়তে পারে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি মোংলাবন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ সন্ধ্যা নাগাদ এটি আঘাত আনতে পারে। তবে খুলনা অঞ্চল ঝুঁকিমুক্ত রয়েছে। তারপরও ঝড়ের প্রভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, দুর্যোগের ক্ষতি এড়াতে জেলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ১০ থেকে ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে স্থানগুলোয় নজর রেখে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। দুর্যোগকালে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা রক্ষাসহ জরুরিসেবা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় কয়রা, পাইকগাছা, দাকোপসহ সংশ্লিষ্ট এলাকায় সতর্কমূলক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রয়েছে। ঝড়ের অবস্থা বুঝে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

নুরুজ্জামান/ইভা 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়