ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৪ অক্টোবর ২০২৪  
কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং 

প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। থেমে থেমে ঝড়ো হাওয়ার সঙ্গে বাতাস বইছে। তাই কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে মাইকিং করছে মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে সৈকতের জিরো পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হয়। মাইকিং শুনে অনেক পর্যটক হোটেলে ফিরে যান। 

আরো পড়ুন:

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। সেটি উপকূলের দিকে ধেঁয়ে আসছে। এটির এখনও পর্যন্ত যে গতিপথ তাতে ভারতে উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলের বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইছে।

ঢাকা থেকে আসা পর্যটক সাইম হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় সৈকতে বড় বড় ঢেউ হয়। এ ঢেউ এবং সমুদ্রের মোহনীয় গর্জন শুনতেই এখানে এসেছি। তবে সকাল থেকে পুলিশের সদস্যরা সাগরে নামতে দেননি। তাই সৈকতে দাঁড়িয়ে সৈকতের ঢেউ দেখছি। এত বড় বড় ঢেউ আমার জীবনে দেখিনি।’ 

নেত্রকোনা থেকে আসা পর্যটক রানা মিয়া বলেন, ‘যদিও ঘূর্ণিঝড়ের সময় কুয়াকাটা আসা ঠিক হয়নি। তবে এখানে এসে ভয়ংকর কুয়াকাটা সৈকত উপভোগ করছি।’ 

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘কুয়াকাটা সৈকতে বড় ঢেউ হচ্ছে। এ সময় যাতে কেউ পানিতে না নামতে পারে, সেজন্য আমরা ট্যুরিস্ট পুলিশের সঙ্গে কাজ করছি। দফায় দফায় সৈকতে মাইকিং করা হয়েছে।’ 
 

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়