ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

মোবাইল চুরির সময় রোহিঙ্গা আটক 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২৫ অক্টোবর ২০২৪  
মোবাইল চুরির সময় রোহিঙ্গা আটক 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যক্তির মুঠোফোন চুরি করার সময় রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।  

আটক রহিম উল্যাহ (৪০) কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩।

এলাকাবাসী জানান, আজ সকাল থেকে রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তিনি মোস্তফা নামে এক বৃদ্ধার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল চুরির চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে বৃদ্ধা চিৎকার শুরু করেন। এলাকাবাসী অভিযুক্তকে আটক করে। জিজ্ঞাসাবাদে, আটক ব্যক্তি চুরির বিষয়টি স্বীকার করেন এবং নিজেকে রোহিঙ্গ হিসেবে পরিচয় দেন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।  

আরো পড়ুন:

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মোবাইল চোর সন্দেহে স্থানীয়রা রহিম উল্যাহকে আটক করা হয়েছে। পরে দুপুর ১টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়